বাস কত প্রকার? বাস লাভিং কী? আনুসাঙ্গিক সকল তথ্য
বাস লাভিংঃ বাস লাভিং টা আসলে কি? এর মানে কি শুধুই বাসের ছবি তোলা? নিজের প্রিয় বাসে সর্ব?দা ভ্রমন করা। তা কিন্ত নাহ। বাসে ভ্রমন করা? আসলে না। বাসের মালিকপক্ষ, স্টাফ এবং এটার সাথে জড়িত দের সাথেও সৌহার্দ্যপূন্য সম্পর্ক বজায় রাখা, তাদের বিপদে তাদের পাশে দাঁড়ানো এগুলাও বাস লাভিং এর অংশ।
শুধু এগুলো নয়!! আরো আছে। বাসের ছবি আঁকা কিংবা বিভিন্ন ভাবে বাসের মডেল তৈরী করা এগুলাও পড়ে বাস লাভিং এর ভিতর।
বাস লাভারের প্রতি বাসের ভালোবাসাঃ বাস লাভাররা কখনো শুধমাত্র একটি বাসের প্রতি আসক্ত থাকে নাহ একেকজন একেকটি মডেল বা কোম্পানির প্রতি আসক্তি থাকে।
যেমন কেউ গ্রামিণ ট্রাভেলস, তো কেউ হানিফ, সাকুরা ইত্যদি। কারো পছন্দ ব্যানার তো কারো পছন্দ ড্রাইভাররা।
একটি ব্যতিক্রম শখ বাস লাভিংঃ বাস লাভিং এটা যে শুধুমাত্র ছেলেরাই করে তা কিন্তু নাহ। অনেক মেয়েরাও কিন্তু এই নেশায় আসক্ত।
বাস লাভিং এর উদ্দেশ্যঃ এটা আসোলে সবার মনের মধ্য একটি ভালোবাসা তৈরি করে। সকলে তার পছন্দের ব্যানার এর ছবি উঠিয়ে তার গ্রুপে পাব্ করে
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url