ছাদ কৃষি সম্পর্কে সকল বিস্তারিত জানুন
প্রিয় পাঠক, আপনি কি ‘ছাদ বাগান’ অথবা ‘ছাদ কৃষি’ সম্পর্কে জানতে চাচ্ছেন তবুও পাচ্ছেন নাহ? যেমন, ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছ কি? ছাদে বাগান করলে কি কি ক্ষতি হয়? ছাদ বাগান করার পদ্ধতি ও প্রয়োজনীয়তা। আজকে এ বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করি এই পোস্ট টি মনোযোগ দিয়ে পড়লে ‘ছাদ বাগান’ সম্বন্ধে ধারণা পাবেন।
নিম্নের এই আর্টিকেলটিতে আমি চেষ্টা করেছি ‘ছাদ বাগান’ সম্বন্ধে প্রায় সকল ধারণা দেওয়ার। আশা করি যা আপনার উপকারে আসবে। তাহলে চলুন এ বিষয়ে জেনে নেওয়া নিই।
ভুমিকাঃ
পাকা বাড়ির খালি ছাদে বা ব্যলকণিতে বিভিন্ন উপায়ে বিভিন্ন উদ্যান ফসল, বিশেষ করে ফুল,ফল, শাক-সবজির বাগান গড়ে তোলাকে বলা হয় ‘ছাদ বাগান’ বা ছাদকৃষি। ইংরেজিতে একে বলা হয় ‘রুফ টপ গার্ডেনিং।বর্তমানে ছাদবাগান একটি সৌখিন কাজ। এখানে একটু অবসর সময়টিকে কাজে লাগিয়ে নিজের মতো করে গুছিয়ে একটি বাগান তৈরি করা হয়। একটি মন খারাপ হলে যেখানে বসে সময় কাটানো যায়। অর্থাৎ একটি মন খারাপের সঙ্গী হলো একটি আদর্শ ছাদবাগান। যেখানে বসলে সকল ক্লান্তি দূর হয়ে যায়।
যারা বাগান করতে ভালোবাসেন, তারা স্বাভাবিক ভাবেই চিরসবুজ থাকেন।
বাগান হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি সেরা উপহার।
কল্পনার চেয়ে বেশি অর্জনের আনন্দের অভিজ্ঞতা না থাকলে একজন মানুষ অনায়াসে একাট বাগান তৈরি করে ফেলতে পারে।
বাগান তৈরি করার মধ্যৈ যে চিরস্থায়ী আনন্দ বা সুখ পাওয়া যায় তা অন্য কোনো কাজ এ পাওয়া যায় না।
ছাদ বাগান এর উপকারিতাঃ
- অবসর সময় কাটানো যায়।
- মন/মাইন্ড ফ্রেশ হয়।
- টাটকা ফল,ফুল,সবজী পাওয়া যায়।
- শরীর ঠিক থাকে ও ব্যায়াম হয়।
- কিছু আয়-রোজগার এর উৎস তৈরি হয়।
- ছাদের সবুজ চত্বরে বিনোদনের সুযোগ পাওয়া যায়।এছাড়াও অনেক ধরনের উপকারিতা আমরা ছাদ কৃষি থেকে পেয়ে থাকি।
ছাদ বাগান নিয়ে উক্তিঃ
আপনি যে সময় থেকে একটি বাগানের জন্য মনের মধ্যে ভেবে রাখবেন তখন থেকেই আপনার নতুন জীবনের সূত্রপাত।যারা বাগান করতে ভালোবাসেন, তারা স্বাভাবিক ভাবেই চিরসবুজ থাকেন।
বাগান হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি সেরা উপহার।
কল্পনার চেয়ে বেশি অর্জনের আনন্দের অভিজ্ঞতা না থাকলে একজন মানুষ অনায়াসে একাট বাগান তৈরি করে ফেলতে পারে।
বাগান তৈরি করার মধ্যৈ যে চিরস্থায়ী আনন্দ বা সুখ পাওয়া যায় তা অন্য কোনো কাজ এ পাওয়া যায় না।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url